Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দশমিনা উপজেলার ভৌগলিক পরিচিতি

ভৌগলিক পরিচিতিঃ

দশমিনা উপজেলা পটুয়াখালী জেলার অন্তগত উপকুলীয় একটি উপজেলা। দশমিনা ২২.২৮৮৩° উত্তর এবং  ৯০.৫৯০৩° পূর্ব এ অবস্থিত। এটি আনুমানিক ১৯,৮৬৩টি খানা নিয়ে এবং মোট এলাকা ৩৫১.৭৪ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। উপজেলা সদর দশমিনা সদরে অবস্থিত। এটি তেতুলিয়া নদীর তীরে অবস্থিত। কেন্দ্রে সদর সহ দশমিনার ০৭ টি ইউনিয়নের মধ্যে, এর মধ্যে দুটি দশমিনা সদরের উত্তরে বাশবাড়িয়া ও বহরমপুর ইউনিয়ন। বাশবাড়িয়া তেতুলিয়া নদীর তীরে অবস্থিত। বহরমপুর ও বাশবাড়িয়া উভয় ইউনিয়নের উত্তর সীমান্ত বাউফল উপজেলা দিয়ে শুরু হয়েছে। রনো গোপালদী ও বেতাগী সানকিপুর ইউনিয়ন দশমিনা সদরের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত এবং অবশেষে আলীপুরা ইউনিয়ন এই ঐতিহাসিক উপজেলার দক্ষিণ অংশ জুড়ে যা গলাচিপা উপজেলা থেকে শুরু করে শেষ হয়েছে।