বার্তা
দশমিনা উপজেলার তেতুলিয়া নদীর র্তীরে বাংলাদেশের একটি উপকুলীয়ও উপজেলা।এখানে রয়েছ বৃহতম বীজ বর্ধন খামার। এখানকার লোকজন সুদুর অতীতকাল থেকে মিলেমিশে বাস করে আসছেন। একইসাথে এই উপজেলার মানুষ সুস্থ্য সংস্কৃতির চর্চাকরে আসছেন। এ এলাকার বেশির ভাগ মানুষ কৃষি জীবি ও মৎসজীবি। তারা বিভিন্ন প্রতিকুলতার সাথে লড়াই করে বসবাস করে আসছে।
তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে এ উপজেলার রয়েছে অপার সম্ভাবনা।
সকলের ঐকান্তিক প্রচেষ্টা তথা সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, সন্ত্রাসমুক্ত, দশমিনা গড়াইআমাদের সকলের লক্ষ্য।
আজহারুল ইসলাম
উপজেলা নির্বাহীঅফিসার
দশমিনা,পটুয়াখালী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS